মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বলাকি সংলগ্ন মেঘনা নদী থেকে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে মেঘনা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯'এ ফোন দেয় স্থানীয়রা। পরে নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।

কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মেদ পাঠান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের। লাশের ছবি রমনা থানায় পাঠানো হয়েছে এবং তার স্বজনরা খবর পেয়ে মুন্সীগঞ্জের পথে রওনা হয়েছেন।

তিনি আরও বলেন, লাশের পরনে হাফ হাতা শার্ট ছিল। গলায় ঝুলানো ছিল ফিতাবাধা চশমা। মাথায় টাক ও কাঁচাপাঁকা চুল।

ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে দৈনিক আজকের পত্রিকার অফিসের উদ্দেশে বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ না পাওয়ায় বৃহস্পতিবার রাতে রাজধানীর রমনা থানায় তার ছেলে ঋত সরকার সাধারণ ডায়েরি করেন।

তিনি দৈনিক আজকের পত্রিকার জৈষ্ঠ সহকারী সম্পাদক ছিলেন।