চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হওয়ার সম্ভাব্য নেতা ও দলের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর গণসংযোগকে কেন্দ্র করে আগ্রাবাদ এলাকায় হাজারো মানুষের সমাবেশ হয়েছে। গণসংযোগ-পূর্ব সমাবেশে তিনি বলেন, ধানের শীষই উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের প্রতীক। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীককে বিজয়ী করতে দলীয় ঐক্যের বিকল্প নেই। শনিবার (২২ নভেম্বর) বিকেলে আগ্রাবাদ এক্সেস রোডের দাল্লার সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ১৭ বছর বিএনপির কোনো নেতাকর্মী মাঠ ছাড়েনি। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে দল নিরলস আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি সবাইকে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।