মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুরে পল্লীতে এক বাড়িতে ডাকাতির পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ১৯ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার জলকর রোহিতা দাস পাড়ায় কৃষক নির্মল দাসের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে আসা ৭ থেকে ৮ জনের মুখোশধারী ডাকাত দল ঘরের ক্লপসিবল গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে নির্মল দাস ও তার স্ত্রী সুষমা দাসকে মেরে রক্তাক্ত করে ৫ থেকে ৭ ভরি স্বর্ণালংকার ও ধান বিক্রির নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়েছে বলে ভুক্তভোগী পরিবারটি জানিয়েছে। এসময় চিৎকার করতে চাইলে ডাকাতদল পরিবারের দুই শিশুকে হত্যার হুমকি দেয়।
নির্মল দাস গণমাধ্যম কর্মীদের জানান, রাত সাড়ে তিনটার দিকে ৭ থেকে ৮ জন লোক মুখোশ পরে এসে ঘরের গেটের তালা ভেঙ্গে ফেলে। এরপর ওরা ঘরে ঢুকে আমাকে মারপিট শুরু করে। এসময় আমি দৌঁড়ে পালাতে গেলে ওরা রড দিয়ে আমার মাথায় আঘাত করলে আমি মাটিতে পড়ে আর উঠতে পারিনি। তখন ডাকাতরা আমার স্ত্রী, মেয়ে ও ছেলের বউকে মারপিট করে আলমারী ভেঙ্গে ৫ থেকে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে। এসময় চিৎকার করতে চাইলে ওরা বাড়ির দুই শিশুকে জিম্মি করে হত্যার হুমকি দেয়।