বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, মিশর, জার্মানি, নেদারল্যান্ড, রাশিয়া ও সুইডেন। এছাড়াও পৃথক এক বার্তায় জাতিসংঘ বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার পৃথক বার্তায় সংশ্লিষ্ট দেশগুলোর ঢাকার দূতাবাস বিজয় দিবসের শুভেচ্ছা জানায়।

মার্কিন দূতাবাসের বার্তায় বলা হয়, এই বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালের সেই সাহসী বাংলাদেশীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও সম্মান জানাচ্ছি, যাদের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার পথকে সুগম করেছে।

চীনের বার্তায় উল্লেখ করা হয়, মহান বিজয় দিবসে বাংলাদেশের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন বিজয়ের প্রেরণায় একসাথে সবার জন্য একটি সমৃদ্ধ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলি।

১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় নেদারল্যান্ডসের ঢাকার দূতাবাস জানায়, নেদারল্যান্ডস বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধীনতার চেতনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। বাংলাদেশকে একটি স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশগুলির মধ্যে থাকতে পেরে নেদারল্যান্ডস সম্মানিত।

ঢাকার রাশিয়ার দূতাবাস বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় জানায়, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মহামান্য আলেকজান্ডার খোজিনের বার্তা বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই। ১৯৭১ সালের এই দিনে নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধের সমাপ্তি ঘটে। বাংলাদেশী জনগণের বিজয় দেশের ইতিহাসে এক নতুন সূচনা করে। বিজয় অনুপ্রেরণা এবং আশা নিয়ে আসে বাংলাদেশের মানুষের জীবনে। আমরা প্রত্যাশা করি বাংলাদেশের মানুষের জীবন আরও ভালোর দিকে পরিবর্তিত হবে।

রাষ্ট্রদূত বলেন, সোভিয়েত ইউনিয়ন সর্বান্তকরণে নবজাতক রাষ্ট্রকে সমর্থন করেছিল। বর্তমানে রাশিয়া বাংলাদেশের সাথে বন্ধুত্ব এবং সহযোগিতার সেরা ঐতিহ্য অব্যাহত রাখতে পেরে আনন্দিত। এই বিজয়ের অনুষ্ঠানে, আমি আপনার দেশের সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করি, যাতে বাংলাদেশের জনগণ সুখ এবং সম্প্রীতির সাথে বসবাস করতে পারে। শুভ বিজয় দিবস! শুভ বিজয় দিবস!

ভারতীয় হাইকমিশনের বার্তায় বলা হয়, ভারতীয় হাইকমিশন, ঢাকা বাংলাদেশের জনগণকে জানাচ্ছে বিজয় দিবসের শুভেচ্ছা।