টঙ্গীর তরুণ প্রজন্মকে কেন্দ্র করে আয়োজিত ভিন্নধর্মী আয়োজন ‘মিট দ্য জেন জি উইথ ড. হাফিজুর রহমান' জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হলো ইউনিটি অব থাউজ্যান্ডস-এর তত্ত্বাবধানে। সংগঠনের সভাপতি, মোতাহার হোসেন মোহনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-০৬ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, ড. হাফিজুর রহমান।
টঙ্গীর চেরাগ আলী ফ্রেন্ডস থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে অনুষ্ঠিত এ মিলনমেলায় আগাম রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নেন ১২০ জন তরুণ-তরুণী। তারা ড. হাফিজুর রহমানের সামনে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন প্রশ্ন তুলেন, আর তিনি তার স্বভাবসুলভ নির্ভুল, যুক্তিনিষ্ঠ ও স্পষ্ট উত্তরে তরুণদের সন্তুষ্ট করেন। অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তরে উঠে আসে সমসাময়িক সমাজ, শিক্ষা, উন্নয়ন, প্রযুক্তি, অর্থনীতি ও রাজনৈতিক ভবিষ্যৎ—যার প্রতিটি প্রসঙ্গেই তিনি জানান তার সুস্পষ্ট পরিকল্পনা ও স্বপ্ন।
আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, “গাজীপুর নিয়েই আমার মূল স্বপ্ন। আমি নির্বাচিত হলে নিরাপদ, পরিচ্ছন্ন ও সত্যিকার অর্থে বাসযোগ্য গাজীপুর গড়ে তুলবো।" ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি জানান শ্রমিকদের জন্য পৃথক আবাসন, শিক্ষায় কাঠামোগত সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ ব্যবহারের সুযোগ নিশ্চিত করা, আধুনিক মানের কম্পিউটার ল্যাব স্থাপন এবং কর্মজীবী মায়েদের জন্য ওয়ার্ডভিত্তিক ডে-কেয়ার সেন্টার চালুর মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ তার অগ্রাধিকার পাবে।
পরিবেশ ও নগর উন্নয়ন নিয়ে তিনি আরও বলেন, বিদেশি প্রযুক্তির সহায়তায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। তুরাগ নদ দূষণমুক্ত করে এমন স্বচ্ছ ধারা ফিরিয়ে আনা হবে যাতে মানুষ নদীতে গোসল করতে পারে এবং নদীপাড়ের বাসিন্দারা নির্মল বাতাসে শ্বাস নিতে পারেন।
মাদক নির্মূল ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকেই উন্নয়নের পূর্বশর্ত উল্লেখ করে তিনি বলেন, “নিরাপত্তার অভাবে মেধাবীরা দেশ ছাড়ে। আমরা নিরাপত্তা নিশ্চিত করবো, বিনিয়োগের নতুন দরজা খুলে দেবো। তরুণদের উদ্দেশে তার বার্তা ছিল আরও অনুপ্রেরণামূলক—“মানুষ যত বড় স্বপ্ন দেখে, বিশ্বটা তার চেয়ে ছোট। তাই স্বপ্ন দেখতে হবে, শ্রম দিতে হবে, কখনো হতাশ হওয়া যাবে না।
অনুষ্ঠানে গাছা ও টঙ্গী এলাকার রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও শিক্ষক মহলের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। তরুণদের উচ্ছ্বাস, প্রশ্ন, প্রত্যাশা ও ভবিষ্যৎ ভাবনায় সাজানো এই আয়োজন হয়ে ওঠে প্রার্থী ও তরুণ সমাজের এক আন্তরিক সংলাপের প্ল্যাটফর্ম।