বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে রামপুর এলাকার ছাত্তার ভিলা নামক বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন জাহেদা আক্তার (৩৫) ও তার মেয়ে মিশু (১৫)। তাদের বাড়ি ফেনীর ছাগলনাইউপজেলায়।

প্রতিবেশীরা জানিয়েছে ঘটনার পর ভোরে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছে গৃহকর্তা মীর হোসেন।