বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন- জুলাই সনদের স্বক্ষর দেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা। এর মাধ্যমে দেশের মানুষ হারানো ভোটাধিকার ফিরে পাবে। তিনি গতকাল শনিবার সন্ধায় রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের বেলতলি মেডিকেল মোড় এলাকায় স্থানীয় ইউনিয়ন শাখা আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর কুর্শা ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ মোহছেনুল হক প্রামানিক পথ সভায় সভাপতিত্ব করেন।
এটিএম আজহারুল ইসলাম এর আগে বিকেলে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর মাদরাসা মাঠে মোহসিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর স্থানীয় ইউনিয়ন শাখা মহিলাদের উদ্যোগে আয়োজিত পৃথক সমাবেশে বক্তব্য রাখেন।
এসব সমাবেশে জামায়াতে ইসলামীর বদরগঞ্জ উপজেলা নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম আলী, তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আল আমীন এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
সমাবেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, প্রতিবেশী ভারত পদ্মায় ফারাক্কা বাঁধ এবং তিস্তায গজলডোবা বাঁধ দিয়ে আমাদের এই অঞ্চলকে পানিশূন্য মরু এলাকাায় পরিনত করেছে। কিতনি বলেন, আগামীতে জনগন যদি জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় এবং আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবো। বদরগঞ্জ-তারাগঞ্জ এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে কারিগরী শিক্ষার ব্যাবস্থা করবো। স্বস্থ্য সেবা এবং এলাকার স্কুল, কলেজ , মাদরাসার কল্যানে কাজ করবো ইনশায়াল্লাহ। আমরা সততার সাথে সমাজ ও রাষ্ট্রে আল্লাহর নির্দেশিত পথে জনগণের আমানত যথাযথ ভাবে সংরক্ষন করবো।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অনেক আলেম, যুবক, নারী শিশুকে নির্বিচারে হত্যা এবং গুম নির্যাতন করে ক্ষমতায় থাকতে চেয়েছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ আজ জুলুমমুক্ত হয়েছে। তিনি আগামী নির্বাচনে দেশ এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠারে লক্ষ্যে ইসলামী শক্তির পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, অনেক দল দেখেছেন, এবার জামায়াতে ইসলামীকে দেখেন। আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে পরীক্ষা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করলে সরকারি বরাদ্দের আমানত জনগণের কল্যাণের কাজে ব্যবহার করব ইনশায়াল্লাহ।