মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে বিভাগীয় ক্যাডেট (এসআই) দের ২৩ তম ব্যাচের বাধ্যতামূলক ইনসার্ভিস প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৮ টার সময় প্যারেড গ্রাউন্ড মাঠে সমাপনী কুচকাওয়াজের উদ্বোধন করা হয়। এর আগে ৬ মাস সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মোট ১৭৬ জন এসআই সফলতার সঙ্গে এই প্রশিক্ষণ সম্পন্ন করেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম।
এসময় অতিরিক্ত (ডিআইজি)ড. এ এইচ এম কামরুজ্জামান, ডেপুটি কমান্ড্যান্ট মাহফুজুর রহমানসহ বিভিন্ন সামরিক বেসামরিক কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।