ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র কমিটির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ৮টায় আয়োজিত এই সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন ব্যবস্থা এবং গণমানুষের অধিকার আদায়ের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল।

তিনি তার বক্তব্যে বলেন, "গণহত্যাকারীদের বিচার করতে হবে এবং দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।"

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন–মনপুরা আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও বরিশাল অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ মোস্তফা কামাল, নায়েবে আমির ও ভোলা সদর–১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মোঃ হারুনুর রশিদ এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ঢাকা মহানগরী উত্তর আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো. মহিব্বুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন চরফ্যাশনের কৃতি সন্তান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।

সম্মেলনের সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলার আমির, ভোলা জেলা শুরা সদস্য ও সম্মেলনে ঘোষিত চরফ্যাশন পৌরসভা মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মীর শরীফ হুসাইন। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ও জেলা মজলিসে শুরা সদস্য মাওলানা আবুল কাশেম।

উপজেলা নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান, সহকারী সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলামসহ পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতারা।

প্রায় দুই হাজার কেন্দ্র কমিটির প্রতিনিধি এ সম্মেলনে অংশগ্রহণ করেন, যা চরফ্যাশনের রাজনৈতিক অঙ্গনে এক বৃহৎ সমাবেশে পরিণত হয়।