স্টাফ রিপোর্টার, গাজীপুর: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সবজি বিভাগের উদ্যোগে গাজীপুরে অনুষ্ঠিত হলো “কৃষকদের অভিজ্ঞতা বিনিময় সফর।” সম্প্রতি বারির গবেষণা মাঠে আয়োজিত এ সফরে গাজীপুরের ৫০ জন টমেটো চাষি অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. একেএম কামরুজ্জামান এবং প্রধান অতিথি ছিলেন বারি উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ড. ফারুক আহমেদ।

মাদরাসার উন্নয়নে

চট্টগ্রামের হাটহাজারীতে একটি কওমী মাদরাসার উন্নয়নে সিমেন্ট প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলার ধলই ইউনিয়ন ৭নং ওয়ার্ডে দারুল ইরফান মাদরাসার উন্নয়ন কাজে ৫০ ব্যাগ সিমেন্ট দিয়ে এ সহায়তা করা হয়।

অফিস উদ্বোধন

পাটকেলঘাটা (সাতক্ষীরা) : বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলার খলিশখালী ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। খলিষখালি উত্তর বাজার মসজিদ সংলগ্ন এই অফিসটি উদ্বোধন করা হয়।

খুলিষখালি ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার গাজী শহিদুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য (তালা-কলারোয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে ইভটিজিং প্রতিরোধে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে উপজেলার হরিপুর আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। সম্প্রতি বিদ্যালয়ের সামনে হরিপুর-বাকচান্দা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা

খাগড়াছড়ি পার্বত্য জেলার উন্নয়ন ভাবনায় সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ আগষ্ট বেলা ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় জেলা উপজেলার সাংবাদিকরা বক্তব্য রাখেন।

গণধোলাই

ইন্দুরকানী (পিরোজপুর) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণা পর পিরোজপুরের ইন্দুরকানীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা হিরণকে ছাত্র-জনতা আটক করে গণধোলাইয়ের পরে পুলিশে সোপর্দ করেছে।

ভূমিদস্যু গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

নড়াইল সংবাদদাতা : নড়াইলে রাস্তা নির্মাণে বাধা প্রদানকারী ভূমিদস্যুখ্যাত গোপাল চন্দ্র বিশ^াস ও তার স্ত্রী শিখা রানীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরের হাটবাড়িয়া ডিসি পার্ক এলাকায় শত শত নারী-পুরুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার হাটবাড়িয়া এলাকাবাসীর আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।