ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়িতে গাছের সাথে হাত ও গলা বাঁধা অবস্থায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২ ডিসেম্বর মঙ্গলবার ভুজপুর থানার নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উদালিয়া চা বাগানের মদিনা টিলা নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অটোরিকশা চালকের নাম মোহাম্মদ সোহেল মিয়া (১৯)। সে লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার জনৈক মোহাম্মদ আলীর ছেলে।