এক সময় রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ভিতরে গাছের উপরে বিপুল সংখ্যায় শামুক খোলের বসবাস ছিল। কিন্তু হঠাৎ করে কারাগারের প্রাচীর নির্মাণের কারণে বড় বড় গাছগুলো কেটে ফেলা হয়। এর ফলে প্রথম দফা আবাস হারায় দৃষ্টিনন্দন পাখিগুলো। পরে এগুলো অবস্থান নেয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাছগুলোতে। কিন্তু বিধি বাম। সেগুলোর মাথা ছেটে দেয়া হলে এখন তাদের আশ্রয়স্থল হয়েছে মেডিকেলের আশেপাশে ছোট গাছগুলোতে। এই নীড়হারা পাখিদের ছবি তুলেছেন ফটোসাংবাদিক সোহরাব হোসেন সৌরভ
গ্রাম-গঞ্জ-শহর
নীড় হারাচ্ছে রাজশাহীর পাখিরা
এক সময় রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ভিতরে গাছের উপরে বিপুল সংখ্যায় শামুক খোলের বসবাস ছিল।
Printed Edition
