তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : তাড়াশে দুই লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে দিয়েছে প্রশাসন। বর্ষার শুরুতেই মা মাছ, পোনা মাছ, শামুক, ঝিনুক, কাঁকড়া ও জীববৈচিত্র্য রক্ষায় চায়না দুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি উপজেলার মাকড়শোন, কুন্দইল এলাকায় অভিযান পরিচালনা করে জব্দ করা হয় ২ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল। পরে এসব জাল পুড়িয়ে দেয়া হয়। মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিলের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় বিভিন্ন বাজারে উপস্থিত জনসাধারণকে পথসভার মাধ্যমে সর্তক করা হয়েছে।
গত দুই দিনে দুই লক্ষাধিক টাকার চায়না, কারেন্ট জাল ও মাছ ধরার বিভিন্ন সামগ্রী ধ্বংস করা হয়। এ অভিযানের নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। উপস্থিত ছিলেন, অতিরিক্ত মৎস্য কর্মকর্তা মো.শরিফুল ইসলাম সহ থানা পুলিশ ও মৎস্য অধিদপ্তরের লোকজন।