গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ে তার মোটরসাইকেল ও কাগজপত্র নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ কার্যকর পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাসন থানাধীন মোগড়খাল যোগীতলা দক্ষিণপাড়া এলাকার বায়তুন নূর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনা অনুযায়ী, এনসিপির গাজীপুর মহানগর শাখার সদস্য হাবিব চৌধুরী নিজের ব্যবহৃত মোটরসাইকেল বিক্রি করার জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন। দুজন লোক ক্রেতা সেজে মোটরসাইকেল দেখার জন্য তার কাছে আসেন। ট্রায়াল ড্রাইভের সময় তারা কৌশলে মোটরসাইকেল ও সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করলে হাবিব বাধা দেন। এ সময় তাদের মধ্যে একজন দুই রাউন্ড গুলি ছোড়ে। সৌভাগ্যক্রমে হাবিবের শরীরে গুলি লাগেনি।
ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি গুলির খোসা উদ্ধার করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার জানান, 'আমি নিজে ঘটনার স্থলে গিয়ে তদন্ত করেছি,ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের পরিকল্পিত অপরাধকে আমরা ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করছি।'
ভুক্তভোগী হাবিব চৌধুরী বলেন, 'সৌভাগ্যক্রমে গুলি আমার শরীরে লেগে যায়নি। তবে এই ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করব।'
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আলী নাছের খান বলেন, 'এটি একটি পরিকল্পিত হামলা। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের শনাক্ত ও শাস্তির দাবি আমরা করছি।'
পুলিশের দ্রুত পদক্ষেপ এবং তদন্তের কার্যক্রমের কারণে স্থানীয়দের মধ্যে আশ্বাস ও নিরাপত্তার স্বস্তি দেখা দিয়েছে। পুলিশ বলছে, জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং শিগগিরই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।