আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জেলার বিভিন্ন স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বাদ মাগরিব চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাওলানা বিলাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহাজান মিয়া।

সভায় প্রধান আলোচনায় উঠে আসে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ, গণমাধ্যমের ভূমিকা, এবং নির্বাচনে মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের ভোটাধিকারের সুরক্ষা।

সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কাদের পলাশ, দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী, দৈনিক খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদি, দৈনিক দর্পণ পত্রিকার সম্পাদক মোঃ শরীফ চৌধুরী, দৈনিক মেঘনা বার্তা পত্রিকার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন এবং প্রভাতী কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আওয়াল রুবেল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা-এর প্রকাশক মোঃ মাসুদ আলম, দৈনিক সুদীপ্ত চাঁদপুর-এর সম্পাদক এম. আর. ইসলাম (বাবু), দৈনিক প্রিয় চাঁদপুর-এর সম্পাদক বোরহানউদ্দিন ডালিম, দৈনিক আদি বাংলা-এর সম্পাদক ইমরান হোসেন রাজন, দৈনিক চাঁদপুর পত্রিকার সম্পাদক কে. এম. মাসুদ এবং ফরিদ উদ্দিন উকিলসহ জেলার সাংবাদিক সমাজের বিভিন্ন প্রতিনিধি।

জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট মোঃ শাহাজান খান, সদর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সবুজ খান, শহর ছাত্রশিবিরের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ ইব্রাহীম খলিলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ রাখতে প্রশাসন, রাজনৈতিক দল এবং গণমাধ্যম সব পক্ষেরই দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাবে এমন একটি গণতান্ত্রিক নির্বাচন।