হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হলিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর ) সকাল ৮.৩০টা থেকে বিকার ৪টা পর্যন্ত আল ইসলাহ সমাজকল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে ও কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এ চিকিৎসা সেবায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক রোগীকে এ সেবা প্রদান করা হয়েছে। এ সময় ১০ জন বাছাইকৃত ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এছাড়া প্রায় ৯০ জন রোগীকে চশমা বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে আল ইসলাহ্ সমাজকল্যাণ ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ রাতুল ইসলাম কে মরণোত্তর সম্মাননা স্বারক প্রদান করে, দোয়া মুনাজাতের মধ্য দিয়ে চক্ষু শিবির অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।