বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, বাউফল উন্নয়ন ফোরাম ও বাউফল ফাউন্ডেশনের সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, শুধু ইবাদাত নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খিলাফাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আর তা হলো আল্লাহর জমিনে তার দ্বীনকে বিজয়ী করে আল কুরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা। যে আল্লাহ কুরআন দিয়েছেন কুরআনের আলোকে দেশ গড়ার দায়িত্বও আল্লাহ দিয়েছেন। তিনি গত শুক্রবার সন্ধ্যায় বাউফলে বাজেমহল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইকরা ইসলামিক পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা নায়েবে আমীর বাউফল সালেহিয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবদুল গনির সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে তাফসীর পেশ করেন শায়েখ মো: জামাল উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমীর মাওলানা মু. ইসহাক মিয়া, নায়েবে আমীর মাওলানা মো: রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক মো: খালিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশিকুল হায়দার মানিক। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশ করেন আবদুল্লাহ বিন ফয়েজ ও ররিশালের ঝংকার শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।
ড. শফিকুল ইসলাম মাসুদ আরো বলেন, সামান্য সুবিধা পাওয়ার জন্য আমরা আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে দেশ পরিচালনার কারণে আমাদের অবস্থা আরো খারার হয়ে ঘেছে। আমরা সব কোম্পানী দেখেছি ৫৩ বছরে এবার একটি কোম্পানীর আমাদের তা হলো ইসলাম। এবার ইসলাম দিয়ে আমরা দেশকে গড়ে তুলবো। ইসলামপন্থীরা এবার এক হবে তার আভাস আমরা পাচ্ছি। এবার ইসলামের পক্ষে একটিমাত্র বাক্স হবে। বাউফলেও আমরা ইসলামকে বিজয়ী করে সংসদে পাঠাবো ইনশাল্লাহ। যতই ষড়য্ন্ত্র করুক এর জন্য আমরা জীবন বাজি রাখব। এবার যদি লাঠিয়াল, হন্ডা, গুন্ডা দিয়ে কেন্দ্র দখল করতে আসে আমরা আবু সাইদ মুগ্ধ হয়ে বুক পেতে দিয়ে বুকে গুলী ধারণ করব কিন্তু ভোটের অধিকার ছিনিয়ে নিতে দিব না। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য বাউফলে ৭ জন শ্রমিক জুলাই বিপ্লবে জীবন দিয়েছেন।