গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: দুঃসময়ে দেখি নাই- এখন তার দরকার নাই, বয়কট বয়কট- সংস্কারপন্থী বয়কট, জেল খাটা আসামী- তাকে চাই নমিনি, সংস্কারপন্থির নমিনেশন-বাতিল চাই বাতিল চাই এসব স্লোগানে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বিএনপি ঘোষিত সংসদ সদস্য নমিনি শামীম কায়সার লিংকনের মনোনয়ন বাতিলের দাবীতে "আমরা ধানের শীষের পরিবার" লেখা সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একটি বিক্ষোভ মিছিল বের হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন ঈদগাহ্ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা-রংপুর মহাসড়ক প্রায় ১০ মিনিট অবরোধ করে রাখে। পরে বিক্ষোভ মিছিলটি ঈদগাহ্ মাঠে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বিএনপি ঘোষিত প্রার্থী সাবেক এমপি শামীম কায়সার লিংকনের দলীয় মনোনয়ন বাতিল করে বিগত ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাইবান্ধা জেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদকে মনোনয়ন দেয়ার জোর দাবী জানান। গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে গোবিন্দগঞ্জ আসনে বিএনপি ঘোষিত দলের নমিনি শামীম কায়সার লিংকনের মনোয়ন বাতিল করে দলের ত্যাগী নেতা ফারুক কবির আহমদকে ধানের শীষের নমিনি করতে বিএনপি পরিবারসহ গোটা উপজেলার সাধারণ জনগণ একাট্টা হয়েছে।
প্রসঙ্গত: গত ৩ নভেম্বর বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে দলীয় প্রার্থী হিসেবে শামীম কায়সার লিংকনের নাম ঘোষণা করেন। এদিকে সন্ধ্যার পর শামীম কায়ছার লিংকনের পক্ষে মুল ধারার নেতা কর্মিরা ধানের শীষের লিফলেট নিয়ে বিশাল মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গোবিন্দগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবীতে ফারুক কবিরের সমর্থকরা মহাসড়ক অবরোধ করে।