পাটকেলঘাটা (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরা ১ (তালা কলারোয়া) নির্বাচনী এলাকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেছেন, আল কুরআনে আল্লাহ রাব্বুল আলামীন মানুষের জীবনের সকল সমস্যার সমাধানের কথা উল্লেখ করেছেন। কুরআনের নির্দেশ মানার মাধ্যমে, মানুষের ইহকালের শান্তি ও পরকালের মুক্তি সম্ভব। একমাত্র কুরআনের আইন দিতে পারে মানুষের শান্তি ও মুক্তির গ্যারান্টি। মানুষ সৃষ্টির আগে আল্লাহ মানুষের সমস্যার সমাধানের ব্যবস্থা করেছেন। তাই আমাদেরকে কুরআনের পথেই ফিরে আসতে হবে তাহলেই সমাজে শান্তি এবং মুক্তি সম্ভব। সুপার মাওলানা রুহুল আমিনের স্ত্রীর জানাযাপূর্ব অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ইসলামকাটী দাখিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই জানাযায় উপস্থিত ছিলেন, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা বাহাউদ্দিন, তালা উপজেলা যুব জমায়াতের সেক্রেটারি শাহ আলম, আল যুবায়ের ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক নাজমুল হক খান, উপাধাক্ষ মাওলানা আব্দুল ওদুদ, সুপার মাওলানা আইয়ুব আলী মোড়ল, ইসলামকাটী দলিল লেখক সমিতির সেক্রেটারি শেখ মনিরুজ্জামান মনি, শিক্ষক আব্দুল মান্নান, মাওলানা হাবিবুল্লাহ শাহিন, শিক্ষক তৌহিদুজ্জামান, শিক্ষক নিজাম উদ্দিন, শিক্ষক মঈনুল হোসেন, শিক্ষক শাহিদুল ইসলাম সরদার, ডাঃ শরফুদ্দিন শেখ, হায়দার আলী খান আব্দুল আলীম সর্দার মহসিন হোসেন সরদার প্রমুখ।