জামালপুরের ইসলামপুরের যমুনার মাঝ নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। আরো দুই যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ৩ এপ্রিল সকাল ৯টার দিকে উপজেলার কুলকান্দি যমুনার জিরো পয়েন্টে চর কুলকান্দির উদ্দেশ্যে যাওয়ার পথে নদীর মাঝখানে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি ডুবে যায়। এসময় তিন যাত্রী নদীতে নিখোঁজ হন। পরে ফয়ার সার্ভিসের কর্মীরা একজনের লাশ উদ্ধার করেন।

নৌকায় ডুবে যাওয়া ব্যক্তির নাম মো. বিল্লাল হোসেন মন্ডল(৪০)। তিনি উপজেলার কুলকান্দি ইউনিয়নের মধ্যপাড়া এলাকার সামছুল মন্ডলের ছেলে। নিখোঁজ ব্যক্তিদের এখনো পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, ৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইসলামপুর উপজেলার যমুনা নদীর কুলকান্দি জিরো পয়েন্ট থেকে চর কুলকান্দির উদ্দেশ্যে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা যাত্রা শুরু করে। মাঝ পথে অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাটি ডুবে যায়। নৌকার যাত্রীরা সাতঁরে পাড়ে উঠতে পরলেও ৩ যাত্রী নিখোঁজ হন।

খবর পেয়ে ইসলামপু ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ৪ ঘণ্টা চেষ্টায় বিল্লাল মন্ডল নামের একজনের লাশ উদ্ধার করে।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকী ২ জনের নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।