বান্দরবান (রোয়াংছড়ি) সংবাদদাতা : গত ৭ সেপ্টেম্বর/২৫ বান্দরবান জেলা সদরে অবস্থানরত ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পৌরসভা শাখার উদ্যেগে মত বিনিময় সভা পৌর আমীর মওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যথাক্রমে বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদ সভাপতি হাফেজ আজিজুল হক, ঐক্য পরিষদ সেক্রেটারী আবু ছালেহ, ডিস্ট্রিবিউটর মালিক সভাপতি নুরুল আলম, ফল ব্যবসায়ী সমিতির সহসভাপতি নিউটন বিশ্বাস, ব্যবসায়ী কল্যাণ পরিষদের সহসভাপতি খোরশেদ আলম, মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তাহের, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মো:সেলিম, কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক শ্যামল কান্তি দাশ, মুরগি ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মতিন, হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন এর সভাপতি সিরাজুল ইসলাম, হোটেল রেস্তোরা মালিক সমিতির অর্থসম্পাদক আবদুল মজিদ, মুদি দোকান সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারী বদিউল আলম, বান্দরবান বাজারের ব্যবসায়ী হাজ্বী মুহাম্মদ আলী, মোহাম্মদ হোসেন, ডেকোরেটর ব্যবসায়ী সাংবাদিক আবুল বশর ছিদ্দিকী, পৌর জামায়াতের সেক্রেটারী এডভোকেট শাহ নেওয়াজ, সেলুন মালিক সমিতির সেক্রেটারী বাশি কুমার শীল প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা আমীর এস.এম. আবদুচ ছালাম আজাদ বলেন আগামী ১৫ই সেপ্টেম্বর বান্দরবানে ব্যবসায়ী সমাবেশ এর আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ব্যবসায়ীদের নানাবিধ সমস্যা নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা করে সমাধানের উদ্যেগ নেয়া হবে। দেশের অর্থনীতির চালিকা শক্তি ব্যবসায়ীরা। এদের মূল্যায়ন করতে হবে। আগামীতে বান্দরবানে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে জামায়াতে ইসলামী নির্বাচন করার পরিকল্পনা নিয়েছে।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান সংসদীয় আসনে জামায়াত মনোনিত প্রার্থী এডভোকেট আবুল কালামকে বিজয়ী করে বান্দরবানের প্রতিটি সম্প্রদায়ের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহবান জানান।।
ব্যবসায়ী নেতৃবৃন্দ পার্বত্য জনপদে শান্তি প্রতিষ্ঠায় এডভোকেট আবুল কালামকে আগামী নির্বাচনে সমর্থন দানের অঙ্গিকার ব্যক্ত করেন।