পিরোজপুর সংবাদদাতা : সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পিরোজপুরের নব নিযুক্ত জেলা প্রশাসক আবু সাঈদ এর সাথে সার্কিট হাউজে সৌজন্য সাক্ষাত করেন। এসময় প্রতিনিধি দলে জেলা আমীরের সাথে পিরোজপুর-১ আসনের এমপি প্রার্থী মাসুদ সাঈদী ও পিরোজপুর-২ আসনের এমপি প্রার্থী শামীম সাঈদী উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক সোহরাব হোসাইন জুয়েল, পৌর আমীর ইছাহাক আলী খান, সদর আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসাইন প্রমুখ। নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে পারস্পরিক পরিচিত হন এবং পিরোজপুরের সামগ্রিক বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। জেলা প্রশাসক নেতৃবৃন্দকে তার সাথে সাক্ষাতের জন্য সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সন্তুষ্টি প্রকাশ করেন। জামায়াতের পক্ষ থেকেও জেলা প্রশাসনের সকল কর্মকান্ডে সার্বিক সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করা হয়। জেলা প্রশাসক বলেন, আপনারা আমাকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে দেখবেন। উত্তরে জামায়াত আমীরও দায়িত্ব পালনকালে তার পাশে থাকবেন বলে জানান। এরপরে সকলে পরস্পরে করমর্দন করে বিদায় গ্রহণ করেন।
গ্রাম-গঞ্জ-শহর
পিরোজপুরের নতুন জেলা প্রশাসকের সাথে শামীম সাঈদী ও মাসুদ সাঈদীর সৌজন্য সাক্ষাৎ
সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পিরোজপুরের নব নিযুক্ত জেলা প্রশাসক আবু সাঈদ
Printed Edition