দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দির বানিয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চারজন নিহতের ঘটনায় বাস মালিক ইউসুফ মাঝিকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইউসুফ মাঝি (৫১) বরিশালের বাবুগঞ্জ থানার কেদারপুর গ্রামের বাসিন্দা। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, বাসটির চালক অদক্ষ, বাসটি ফিটনেস ছিল মেয়াদউত্তীর্ণ। এর দায় মালিক এড়াতে পারেন না। তাছাড়া এ ঘটনায় সড়ক পরিবহন আইনে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা হয়েছে। উল্লেখ্য শুক্রবার ( ৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রামগামী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে উল্টে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটো রিক্সার উপর পড়ে যায়। তাৎক্ষণিক বাস ও মোটরসাইকেলে আগুন ধরে যায়। এতে মোটরসাইকেলে থাকা বাবা ছেলে সহ চারজন অগ্নিদগ্ধ হইয়া মারা যায়।
গ্রাম-গঞ্জ-শহর
সড়ক দুর্ঘটনায় বাস মালিক আটক
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দির বানিয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চারজন নিহতের ঘটনায় বাস মালিক ইউসুফ মাঝিকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় রাজধানীর সায়দাবাদ এলাকা