ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে যুবলীগ নেতার নেতৃত্বে চলছে প্রকাশ্যে সিএনজি পরিবহনে চাঁদাবাজি।
জানাগেছে, ধামরাই উপজেলার কাওয়ালীপাড়া ও নবগ্রাম বাজারে সিএনজি/হ্যালো বাইক পরিবহনে এলাকায় প্রভাব বিস্তার করে যুবলীগ নেতা মিজান ও রাজ্জাকের নেতৃত্বে প্রকাশ্যে প্রতিটি পরিবহন থেকে ৫০ টাকা করে চাঁদা আদায় করে যাচ্ছে এই কতিপয় চাঁদাবাজরা। কাওয়ালীপাড়া বাজারে প্রায় ২শ’টি সিএনজি ও হ্যালো বাইক পরিবহন থেকে মাসে ৩ লাখ টাকার চাঁদাবাজি হচ্ছে। এদিকে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের নাকের ডগায় পরিবহন সেক্টরে চাঁদাবাজি চললে ও পুলিশ অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করছে। অভিযোগ উঠেছে যে নবগ্রাম বাজার বনিক সমিতির তথাকথিত কমিটির সভাপতি ছানোয়ার হোসেন ছানু ও সাধারণ সম্পাদক নাছির মেম্বার ঐ চাঁদাবাজদের সাথে মিলে মিশে পরিবহন সেক্টরের চাঁদাবাজির তিন লাখ টাকা ভাগবাটোয়ারা করে খাচ্ছে।
ধামরাইয়ের কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকী পরিবহনের চাঁদাবাজির ব্যাপারে কথা বলতে ইচ্ছুক নয়।