মাগুরা সংবাদদাতা: মাগুরার মহম্মদপুর উপজেলার চরপাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হান্নানের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে চরপাঁচুড়িয়া এলাকার সর্বস্তরের জনগণ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিশুদের নিরাপদ শিক্ষা পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। মানববন্ধনে শতাধিক লোক উপস্থিত ছিলেন। এ ব্যাপারে শিক্ষক আব্দুল হান্নান জানান তঁাঁর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণেদিত।