ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভারত সীমান্তবর্তী ইছামতি নদী থেকে জুয়েল রানা (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিজিবি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে।
নিহত জুয়েল রানা মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের আনারুল হকের ছেলে। ৫৮ বিজিবির সিও কর্নেল রফিকুল আলম, জুয়েল রানা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঝিনাইদহ ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে জুয়েল রানা বাড়ি থেকে শূন্য লাইনের প্রায় দুইশ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর মাঠে ঘাস কাটার কাজে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।