সিরাজদিখান (মুন্সিগঞ্জ) সংবাদদাতা : সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে এবং ডা. আজমল হাসপাতালের সহযোগিতায় জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) উপজেলার উত্তর রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা এই মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার মানুষ চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ ও ওজন পরিমাপসহ বিভিন্ন মৌলিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। নারী ও পুরুষ রোগীদের জন্য ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক পৃথকভাবে সেবা প্রদান করেন, যা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
দিনব্যাপী এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন ডা. আজমল হাসপাতালের পরিচালক মীর আশরাফ আলী রবিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার এবং সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক শাহিদুল হাসান শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মীর উজ্জ্বল। তিনি এমন সামাজিক উদ্যোগকে এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।