আবুল বাসার আব্বাসী, হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের শিবালয়ে স্কুল বাসে দুর্বৃত্তের দেওয়া আগুনের ঘটনার তিন দিন পর দগ্ধ চালক পারভেজ খান (৪৫) মারা গেছেন ।

১৭ নভেম্বর ( সোমবার) সকাল সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত পারভেজ খান সদর উপজেলার বারাইভিকড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

জানাযায় গত শুক্রবার (১৪ নভেম্বর) মাঝরাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় থেমে থাকা হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে থাকা চালক পারভেজ খান অগ্নীদগ্ধ হয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত চালক পারভেজকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তিকরা হয় সেখানে তিনদিন মৃত্যুরসাথে পাঞ্জালরে

চিকিৎসাধীন অবস্থায় থাকার পর সোমবার সকালে মারাযান তিনি। এ ঘটনায় নিহতেরএলাকায় এক শোকের মাতাম চলছে।