অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, সীমান্তের নিñিদ্র নিরাপত্তা ও চোরাচালান দমনসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী ছুটিপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বিওপি উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধীনস্থ নবনির্মিত ‘ছুটিপুর বিওপি’ উদ্বোধন ও দায়িত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন।

এ সময় বিজিবির খুলনা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও যশোর রিজিয়নের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আশরাফুল হক, নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: শাহারিয়ার রাজীবসহ বিজিবির অন্যান্য সিনিয়র কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবির সৈনিক, আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিওপি উদ্বোধন শেষে প্রধান অতিথি ছুটিপুর বিওপিতে স্থানীয় অস্বচ্ছল রোগীদের জন্য বিজিবি পরিচালিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন এবং দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচি পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।