শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দী গ্রামে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলিম মোল্লার ঘর থেকে দ্বিতীয় স্ত্রী ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পেয়ারা বেগম (৪১) এর লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে একতলা ভবনের একটি কক্ষ থেকে এই লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, প্রায় ২বছর আগে পরকীয়া সম্পর্কের জের ধরে রতনকান্দী গ্রামের মৃতু আব্দুল জব্বারের পুত্র হাবিবুল্লাহনগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলিম মোল্লাকে একই গ্রামের হানিফ সরকারের পুত্র হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের ১,২,৩ সংরক্ষিত মহিলা ইউপি সদস্য দুই কন্যার জননী পেয়ারা বেগম ১ম স্বামীকে তালাক দিয়ে ৪লক্ষ টাকা কাবিনে ২য় বিবাহ করে। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে কোন একসময় পেয়ারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী আব্দুল আলীম ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে যায়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।