হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তরজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেছেন, আগস্ট বিপ্লব পরবর্তী জামায়াতের কর্মীরা যেভাবে মন্দির,পেগোড়া পাহারা দিয়ে অশুভ চক্রের যে কোন চক্রান্ত থেকে বাঁচিয়েছে তেমনি জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্রের সকল মানুষের জানমাল রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।”
তিনি আরো বলেন, যখন রাষ্ট্রে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু হবে তখন দেশে আর্থিক বৈষম্য থাকবে না।
সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়ন জামায়াতের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাটহাজারী উপজেলা আমীর ও চট্টগ্রাম-৫ হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, জামায়াতের হাটহাজারী নির্বাচন পরিচালনা কমিটির সচিব ও উপজেলা সেক্রেটারী অধ্যাপক আবদুল মালেক চৌধুরী, উপজেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী সাইফুদ্দিন চৌধুরী।
দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আমীর মুহাম্মদ ওসমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আজিম উদ্দীন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা বায়তুলমাল সেক্রেটারী এমরান হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা সভাপতি এসএম রাশেদ, আইন ও সমাজকল্যাণ সেক্রেটারী মো: ইসহাক,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাটহাজারী পূর্ব জোন সভাপতি আব্দুল করিম,ইউনিয়ন বাইতুলমাল, মিডিয়া তথ্য ও প্রচার সেক্রেটারী নুরুল আলম পারভেজ,ইউনিয়ন যুব ও ক্রীড়া সেক্রেটারী জসিম উদ্দিন, প্রবাসী সংগঠক সাব্বির আহমেদ ও সাইফুলল্লাহ খান।
সমাবেশে ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লার আইন আর সৎ লোকের শাসন কায়েমের জন্য এ ধরনের ন্যায় ও ইনসাফের রাষ্ট্র কায়েম করতে আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীকে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে বিজয়ী করুন।