সুনামগঞ্জের দিরাইয়ে ট্রলার থেকে পানিতে পড়ে নিখাঁজ শিশুর সন্ধ্যান মিলেনি। ছয়ঘণ্টা চষ্টার পর উদ্ধার অভিযানও স্থগিত করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ২৪ ঘন্টা পেড়িয়ে গেলেও জীবিত বা মৃত কোনভাবেই হদিস মিলেনি শিশুটির। গত শনিবার বেলা ১১টায় যাত্রীবাহি ট্রলার থেকে পড়ে নিখাঁজ হয় শিশুটি। দিরাই পৌর এলাকার বাজার ব্রিজের ঘাটে চামটি নদীতে এই ঘটনা ঘটে। জানা যায়, শিশুর মা মাসদা আক্তারের (৩০) চার সত্মান রয়েছে। ছােট সত্মান তানহাক (দড় বছর) কােল নিয়ে সিলেট থেকে দিরাই এসে শাল্লাগামী নৌকায় উঠছিলেন তিনি। তাঁর বাড়ি শাল্লার ভাটগাঁও গ্রামে। নিখাঁজ শিশুটি ওই গ্রামের রহিবুল ইসলামের কন্যা।

ট্রলার উঠার পর মা সত্মানকে পাউরুটি খাওয়াছিছলেন। নৌকার জানালা ঘেষে শিশুটি বসা ছিল। রুটি খাওয়ানাের পর পানি খাওয়ানাের জন্য মাসদা কাছ থেকে সরে আসতেই, জানালা দিয়ে নদীতে পড়ে যায় তানহা। খবর পেয়ে দিরাই উপজলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বললেন, ‘হৃদয় বিদারক ঘটনা, উদ্ধারে ডুবুরি দল দীর্ঘ সময় কাজ করেছে।’

দিরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ শিশির কুমার দাস জানালেন, খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।