নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের কালিগঞ্জ বাজারের পাশ দিয়ে বহমান নরসুন্দা নদীর উপর কালিগঞ্জ সেতু নির্মাণের তিন বছর পেরিয়ে গেলেও কোন সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অর্থায়নে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কোন কাজে আসছে না।

নান্দাইল উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, সাত কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ৯৬ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করা হয়। নৌপথ ঠিক রাখার জন্য এটি কালীগঞ্জ বাজারের সমতল ভূমি থেকে অন্তত ১০ ফুট উঁচু করে সেতুটি তৈরি করা হয়েছে। তবে এই সমতল ভূমি থেকে সেতুতে ওঠার জন্য সংযোগ সড়ক নির্মাণ নিয়ে বিপত্তি রয়েছে। সরজমিন পরির্দশন করে দেখাগেছে, ‘অনেক কষ্টে সেতুর ওপরে উঠতে হয়। অথচ সংযোগ সড়ক থাকলে ইজিবাইক বা অন্যান্য যানবাহনে করে সেতু পাড়ি দেওয়া যেতো। তবে বর্ষাকাল হলে সেতুর সংযোগ সড়কে মাটি থাকায় তো ওঠাই যায় না। বর্তমানে সাইকেল বা মোটর সাইকেল ঠেলে নিয়ে সেতুটি পারাপার করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কালিগঞ্জ বাজারটি এ অঞ্চলের বড় ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত। সেতুর পূর্ব পাড়ে বাহাদুরপুর, চংভাদেরা, নরেন্দ্রপুর, টেকপাড়াসহ ১০-১২টি গ্রাম অবস্থিত। কালিগঞ্জ বাজারে একটি অগ্রণী ব্যাংক সহ কয়েকটি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বাজারের আশেপাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয় ও মাদরাসা। প্রতিদিন প্রচুর লোক বাজারে এলেও সংযোগ সড়ক না থাকার কারণে তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এ বিষয়ে নান্দাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আবদুল মালেক বিশ্বাস বলেন, সংযোগ সড়ক নির্মাণের জন্য কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর ভূমি অধিগ্রহণের বিষয়টি বর্তমানে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় রয়েছে।