বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা: বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নের দুই শতাধিক দুস্থ নারী-পুরুষ ও শিশুদের ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে তরুণদের সামাজিক সংগঠন বর্নি অগ্রগতি সমাজকল্যাণ সংস্থা। রোববার ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপি এই চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা আগত রোগিদের চিকিৎসাসেবা প্রদান করেন।
অগ্রগতি সমাজকল্যাণ সংস্থার সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য দেন বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা শিক্ষক পরিষদের সভাপতি সহকারি অধ্যাপক এমএ মোহাইমিন, বর্নি এম. মুন্তাজিম আলী কলেজের অধ্যক্ষ আসুক উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সমাজসেবক আব্দুল হামিদ, প্রাক্তন শিক্ষক রনজিৎ দাস প্রমুখ।