বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,পাকুন্দিয়ার মঙ্গলবাড়ীয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা তৈয়বুজ্জামান রচিত 'কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর ইতিহাস' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

তৈয়বুজ্জামান-বই

বুধবার (১৭ ই ডিসেম্বর) কিশোরগঞ্জ শহরের আল-ফারুক ট্রাস্ট মিলনায়তনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য , বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ কিশোরগঞ্জ ৫ (নিকলী বাজিতপুর) আসনের জামায়াতে ইসলামী৷ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, হোসেনপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক আব্দুস সালাম , ঐতিহ্যবাহী হয়বতনগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সাংবাদিক শামসুল আলম সেলিম, শহর শাখার আমির আ ম ম আব্দুল হক, বিশিষ্ট ব্যাংকার কবি সাহিত্যিক মোঃ মুসলেহ উদ্দিন, সদর উপজেলা আমির মাওলানা নজরুল ইসলাম , মাওলানা নুর উদ্দিন, এডভোকেট খালেদ হাসান জুম্মান প্রমুখ। লেখক এর অন্যান্য বইগুলো হলো যথাক্রমে সূরাতুল ফাতিহার ব্যাখ্যা ও শিক্ষা, জন্ম ও মৃত্যু, দুনিয়া ও আখেরাত, ইসলামের দৃষ্টিতে মঙ্গলবাড়িয়া ফাজিল মাদ্রাসা, মাওলানা মওদুদী ও জামায়াত ইসলামী।