ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এমপিও ভুক্ত শিক্ষকদের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার সকাল ১১ টার সময় কোটচাঁদপুর পৌর কলেজ প্রাঙ্গণে শিক্ষকদের মতামত নিয়ে এ কমিটি গঠন করা হয়।

এতে উপস্থিত ছিলেন পৌর কলেজের প্রিন্সিপাল হুমায়ুন কবির, কোটচাঁদপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বাহারুল ইসলাম, সাফদারপুর আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসাইন, বলাবাড়ীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা জহুরুল ইসলাম, হরিণদিয়া আলিম মাদরাসার শিক্ষক সেলিম রেজা, ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিনসহ প্রতিটি স্কুল, কলেজ ও মাদরাসার প্রধান এবং বিভিন্ন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষকগণ বক্তব্যে বলেন, এমপিও ভুক্ত শিক্ষকদের কোন দাবি আন্দোলন ছাড়া হয় নি। শিক্ষকগণ বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সব সময় অবহেলিত ছিল এবং এখনো আছে।

শিক্ষকদের মতামতের ভিত্তিতে কমিটির সভাপতি মনোনীত হন কোটচাঁদপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বাহারুল ইসলাম, সেক্রেটারি বলাবাড়ীয়া বাগডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কোটচাঁদপুর পৌর কলেজের প্রিন্সিপাল হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ সাফদারপুর দারুল উলুম আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসাইনসহ বিভিন্ন পদে কমিটি ঘোষণা করা হয়।