হাকালুকি ও টাঙ্গুয়া হাওড় সুরক্ষা আইন বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। সোমবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে ও সৈয়দ ফয়েজুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ মাহে আলম, পরিচালক মো: রোকন উল হাসান, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন, জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, এড মো: আবু তাহের, সাংবাদিক বকশি ইকবাল আহমদ, দৈনিক যুগান্তর ও সিলেটের ডাকের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ ও বড়লেখা প্রতিনিধি আব্দুর রব প্রমুখ। কর্মশালায় হাওড় পারের বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন। হাওড় সুরক্ষা আইন নিয়ে বিস্তর আলোচনা হয়।