উপজেলা সংবাদদাতা (গোদাগাড়ী) রাজশাহী
রাজশাহীর কাঁকনহাট পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান ডা. খালিদ সাইফুল্লাহর উদ্যোগে গাইনি, শিশু ও মেডিসিন বিভাগের রোগীদের জন্য একদিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক মোঃ মুজিবুর রহমান বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। গ্রাম ও শহরের বৈষম্য দূর করে প্রত্যন্ত অঞ্চলে আধুনিক হাসপাতাল, প্রশিক্ষিত চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর স্বাস্থ্য বিষয়ক ম্যানিফেস্টোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা, মা ও শিশুমৃত্যুর হার কমানো, সরকারি হাসপাতালগুলোকে দুর্নীতিমুক্ত করা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা সম্প্রসারণের অঙ্গীকার রয়েছে। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প সেই মানবিক রাজনীতিরই বাস্তব উদাহরণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীর সম্মানিত অধ্যক্ষ ডা. ফাতেমা সিদ্দিকা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসান, জেলা কর্মপরিষদ সদস্য ডা. মোঃ ওবায়দুল্লাহ ও জালাল উদ্দিন। মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট আসনের প্রচার সম্পাদক মুহাম্মদ শহীদুল্লাহ। আরও উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌরসভার সম্মানিত আমীর মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি মোঃ আব্দুর রশিদ, ২নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ আসাদুল্লাহ আল গালিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এই বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে গাইনি, শিশু ও মেডিসিন বিভাগে ৭০০ জনেরও অধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। স্থানীয় জনগণ এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর দাবি জানান।
গত সোমবার বিকেলে রাজশাহীর কাকনহাট পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। কাকনহাট পৌরসভা মাঠে এই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কাঁকনহাট পৌরসভার আমীর মাওলানা নজরুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর সেক্রেটারী আব্দুর রশিদ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন মহানগরী শিবিরের সেক্রেটারি ইমরান নাজির, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা আবুল হাসান, জেলা কর্মপরিষদ সদস্য ড. মো. ওবায়দুল্লাহ ও মো. জালাল উদ্দিন, এনসিপির রাজশাহী মহানগরীর সদস্য সচিব আতিকুর রহমান, মুহাম্মদ শহীদুল্লাহ,পাকড়ী ইউনিয়নের আমীর আব্দুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। দুর্নীতি, অবিচার ও দুঃশাসনের কারণে সাধারণ মানুষ দিশেহারা। এ অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। নির্বাচন মানে শুধু ক্ষমতা নয়, বরং এটি একটি আমানত। এই আমানতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে আদর্শবান লোকদেরকেই নির্বাচিত করতে হবে। মুজিবুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কাকনহাটকে পৌরসভা থেকে থানায় উন্নীত করা হবে ইনশাআল্লাহ।