শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে সরকারি খাদ্য গুদাম থেকে সাড়ে চার হাজার চালের খালি বস্তা পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের হাতে একটি পিকআপ ভ্যান আটক হলেও, প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গত ২৪ জানুয়ারি বিকেলে শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের ঘুন্টিঘড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি লেখা সংবলিত বিপুল পরিমাণ খালি চালের বস্তা বোঝাই একটি পিকআপ ভ্যান সাতখামাইরের দিকে যাচ্ছিল। সন্দেহ হলে স্থানীয়রা গাড়িটি থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় চালক জানান, শ্রীপুর সরকারি খাদ্য গুদাম থেকেই বস্তাগুলো কেনা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শ্রীপুরের ওএমএস ডিলার নিজাম উদ্দিন। তিনি প্রথমে দাবি করেন, বস্তাগুলো তিনি নিজেই বিক্রি করেছেন। পরে অবশ্য তিনি স্বীকার করেন, খাদ্য গুদামের এক কর্মকর্তা এসব বস্তা বিক্রি করেছেন।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার বিষয়টি ধামাচাপা দিতে একপর্যায়ে সাংবাদিকদের ‘ম্যানেজ’ করার চেষ্টা করা হয়। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পিকআপ ভ্যানটি বস্তাসহ সরকারি খাদ্য গুদামের সামনে নেয়া হয় এবং বিষয়টি প্রশাসনকে জানানো হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।