পঞ্চগড় সংবাদদাতা : “সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যত জীবন” এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে পেনশন মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২২ জুন) দুপুর ১২টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জাতীয় পেনশন কর্তৃপক্ষ আয়োজিত মেলায় বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব আ ফ ম ফজলে রাব্বি।
অতিথিরা মেলায় অংশগ্রহণ করা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে সরকারি অডিটোরিয়াম হলরুমে পেনশন মেলা উপলক্ষে আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করা হয়।
এতে জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব আ ফ ম ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমীর ইকবাল হোসাইন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহকারী মহাব্যবস্থাপক (উপসচিব) সিরাজুম মনিরা।
এসময় বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, ব্যাংক বিমা সংস্থার প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষজন অংশ নেন।
উল্লেখ্য, পেনশন মেলায় ব্যাংক বিমা, বেসরকারি উন্নয়ন সংস্থা, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সেন্টার সহ ৩০টি স্টল অংশগ্রহণ করেন।