ফটিকছড়ি সংবাদদাতা : ধান ঘরে তোলার এ সময়ে চট্টগ্রামের ফটিকছড়িতে তিন কৃষকের ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পর পর এ তিন ঘটনায় কৃষকদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকন্ঠা। কয়েক দিন আগে খেতের ধান কেটে পাশের লিজের জমিতেই রেখেছিলেন বর্গাচাষি কৃষক মুহাম্মদ সেলিম। বৃহস্পতিবার সকালে ধান মাড়াই করার জন্য প্রস্তুতিও ছিল। কিন্তু খেতে গিয়ে তিনি দেখতে পান, ধান পুড়ে ছাই হয়ে পড়ে আছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা ধানের গাদায় আগুন লাগিয়ে সব শেষ করে দিয়েছে।

বুধবার গভীর রাতে চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাগমারার খামার পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এরআগে, গত এক সপ্তাহে হারুয়ালছড়ি ও দৌলতপুরসহ মোট তিন ঘটনায় কৃষকদের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে।

বর্গাচাষি সেলিমের ২০০ শতক (৫ কানি) ধানের কয়েকটি গাদা (স্তুপ) ছিল। সেলিম অভিযোগ করেন, এসব জমির সব ধান পুড়িয়ে ফেলা হয়েছে। পূর্ব-শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক বলেন, ‘খবর পেয়ে আমাদের মাঠকর্মীরা ঘটনাস্থলে গেছেন। আমরা ওই ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারের পক্ষথেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘এসব ঘটনায় একেবারেই অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত। মানুষের সাথে শত্রুতা শুনেছি, কিন্তু এভাবে জমির ধান পুড়িয়ে দেয়া একবারেই অমানবিক। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখে দ্রুত ব্যবস্থার নির্দেশনা দিয়েছি।’