বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে যুবসমাজকে যেকোনো ত্যাগে প্রস্তুত থাকতে হবে। দ্বীনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠায় আপোষহীন ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, দেশে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজন দেখা দিয়েছে। রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার ও গণহত্যাকারীদের বিচার নিশ্চিত হলে জাতি উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেছে নিতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ গড়তে এবং আল্লাহর আইন প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লায়’ ভোট দিয়ে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে। তবেই দেশ দুঃশাসন থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। ‘তরুণ প্রজন্মের প্রথম ভোট, দাঁড়িপাল্লার পক্ষে হোক’ এ শ্লোগানকে সামনে রেখে রোববার নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে মহানগরী জামায়াতে ইসলামীর খুলনা-২ আসনের যুব বিভাগের উদ্যোগে যুব ভোটার প্রতিনিধি সমাবেশে তিনি এ সব কথা বলেন।

মহানগরী জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মোকাররম বিল্লাহ আনসারীর সভাপতিত্বে ও সেক্রেটারি হামিদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, মাওলানা শাহারুল ইসলাম, অধ্যাপক ইকবাল হোসেন, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, লবণটরা থানা আমীর মোজাফফর হোসেন, সদর থানা সেক্রেটারি আব্দুস সালাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, মোল্লা নাসির উদ্দিন প্রমুখ।

মহানগরী সেক্রেটারি আরও বলেন, যুব সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা সম্ভব। আজকের যুব সমাজই জাতির আগামী দিনের ভবিষ্যৎ। যুগে যুগে যুবকরাই ইতিহাস সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাদের প্রচেষ্টায় ¯্রােতের গতিধারাও পরিবর্তন হয়ে যায়। তিনি দেশে চলমান রাজনৈতিক সংকটের কথা উল্লেখ করে বলেন, দেশ ও জাতি এক গভীর ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থায় দেশ ও জাতির সত্যিকার মুক্তির জন্য যুবকদের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। অন্যথায় আমাদের মুক্তি মিলবে না।