লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা–সংক্রান্ত সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল তিনটায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি।
গণশুনানিতে পৌরসভার বিভিন্ন সেবাসংক্রান্ত জবাবদিহি ও নাগরিকদের মতামত তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক লক্ষ্মীপুর শাখার সভাপতি প্রফেসর মো. রফিকুল আহসান।
সঞ্চালনা করেন সাবেক সভাপতি প্রফেসর জেড এম ফারুকী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, পৌর নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার হোসেন এবং পৌর নির্বাহী কর্মকর্তা খান মো. ফারাবী।
গণশুনানিতে পৌরসভার বর্জ্য অপসারণ, ডাম্পিং ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কর্মীদের সংকট, সেবার সময়সূচি ও নাগরিক সচেতনতা এসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সুপারিশ উঠে আসে। অতিথিরা নাগরিকদের মতামত নিয়ে সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সনাকের সহসভাপতি হুমায়ুন কবির, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল লক্ষ্মীপুর শাখার সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ, অর্থ সম্পাদক নাজমুল হোসেন, অধ্যাপক হাবিবুর রহমানসহ অন্যরা।