টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অটিজম, বুদ্ধিবিকাশজনিত প্রতিবন্ধিতা, সেরিব্রাল পালসি ও ডাউন সিনড্রোমসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পৃথক শিক্ষা প্রতিষ্ঠান ‘টঙ্গীবাড়ী সুবর্ণ স্কুল’ -এর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়নের ৩৫ নং মৌজার ২৮ শতক সরকারি খতিয়ানভুক্ত জমিতে বিদ্যালয়ের নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসীফ, টঙ্গীবাড়ী থানার ওসি সাইফুল আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

বিশেষ শিক্ষার মান নিশ্চিত করতে প্রশাসনের প্রস্তুতি

বিশেষ শিক্ষা নীতিমালার আলোকে প্রশিক্ষিত শিক্ষক, সহায়ক কর্মী নিয়োগ এবং প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করতে জেলা প্রশাসন ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছে। শুরুতেই তিনজন বিশেষ শিক্ষা বিষয়ে স্নাতক ডিগ্রিধারী শিক্ষক এবং দুইজন সহায়ক কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের আচরণগত, মনস্তাত্ত্বিক ও স্বাস্থ্যগত সহায়তায় সংশ্লিষ্ট দপ্তরগুলোও সহযোগিতা করবে।

উপজেলা প্রশাসনের সূত্র জানায়, ২০২৩ সালে গৃহীত তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনার অংশ হিসেবে ‘সুবর্ণ নাগরিকদের জন্য একটি স্কুল’ প্রকল্পটি অনুমোদন পায়, যার মেয়াদ থাকবে ২০২৬ সালের জুন পর্যন্ত।

জমিসংক্রান্ত জটিলতার অবসান

বিদ্যালয় স্থাপনের জন্য নির্ধারিত জমিটি দীর্ঘদিন ধরে রেকর্ডসংক্রান্ত জটিলতার কারণে ব্যবহার করা যাচ্ছিল না। একাধিক ব্যক্তি দলিল দেখিয়ে মালিকানা দাবি করলেও মৌজা রেকর্ড, খতিয়ান ও দাগ নম্বর পর্যালোচনায় জমিটি সরকারি সম্পত্তি হিসেবেই নিশ্চিত হয়।