ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গভীর রাতে এক বিশেষ অভিযান পরিচালনা করে। পৌরসভাস্থ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখে প্রধান সড়কে এ অভিযান চালানো হয়।

এ সময় বাস টার্মিনাল থেকে বাজারঘাটা গামী একটি সিএনজি অটো রিকশাকে থামতে সিগন্যাল দেয়। তখন গাড়িতে থাকা যাত্রীরা পালানোর চেষ্টা করে।

সদর মডেল থানা পুলিশের দলটি তৎক্ষণাৎ তাদের ধাওয়া করে। এ সময় তারা ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ১টি দেশীয় তৈরি এলজি এবং ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নান কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস।