মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জে গৃহস্থালি কাজের জন্য টিলার মাটি আনতে গিয়ে মাটি ধসে রিপা বুনার্জি (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গত শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫ইং, বিকাল সাড়ে ৫ টার সময় উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানের ১১ নং সেকশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছে। নিহত রিপা বাঘাছড়া চা বাগানের চা শ্রমিক শ্যামল বুনার্জির মেয়ে। রিপা বুনার্জি স্থানীয় ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, শুক্রবার বিকেলে গৃহস্থালি কাজের জন্য পরিবারের সদস্যদের সাথে পাহাড়ি একটি টিলা থেকে মাটি আনতে যায় রিপা। মাটি কাটার এক পর্যায়ে টিলার একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এসময় রিপা বুনার্জি ও তার খালা জ্যোতি বুনার্জি মাটির নিচে চাপা পড়ে।