কাপ্তাই সংবাদদাতা : সন্ত্রাস বিরোধী আইনে রাঙামাটির কাপ্তাই উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ ছিদ্দিকী গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ। গত ১৭ নভেম্বর দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে কাপ্তাই থানা থেকে রাঙ্গামাটি জেলা জজ আদালতে সোপর্দ করা হয়। থানা সূত্রে জানা যায়, কাপ্তাই কেপিএম এলাকায় অবস্থান নিয়ে নানা সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করার পরিকল্পনা করছিল। এমতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ নভেম্বর দিবাগত রাত দেড়টার সময় অভিযান চালিয়ে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন কেপিএম আবাসিক এলাকায় ভাড়া করা বাসা থেকে কাপ্তাই থানা পুলিশ তাকে গ্রেফতার করে। কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু নিশ্চিত করে জানান, কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মদ ছিদ্দিকীক সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে নানা পদক্ষেপ নেয়ার সংবাদ পেয়ে, রোববার দিবাগত রাত দেড় টায় তাঁর বাসা হতে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। ­