কালিগঞ্জ, সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় স্ত্রীর ওপর নির্মম নির্যাতন ও হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল কাদের (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় নিলুফা খাতুন (৩০) নামের ওই গৃহবধূ কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ২৯ নভেম্বর আনু. রাত ১০-৩০মি. দিকে।
অভিযোগকারী নিলুফার পিতা জহুর আলী মল্লিক জানান, ২০১৩ সালে ইসলামী শরীয়ত মোতাবেক ১ লাখ ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য্যে তার মেয়ের ইন্দ্রনগর গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের পুত্র আব্দুল কাদেরের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আব্দুল কাদের মোটরসাইকেল, স্বর্ণালংকার, আসবাবপত্র ও বিভিন্ন সময়ে নগদ অর্থসহ প্রায় ৭ লাখ টাকা যৌতুক নেয় এবং বিভিন্ন দাবি তুলে নিয়মিতভাবে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে চলেছে । দাম্পত্য জীবনে তাদের সাজ্জিনা (১১) নামের ১ কন্যা সন্তান রয়েছে।
এ বিষয়ে অভিযোগে আরও বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে আব্দুল কাদের আবারও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। নিলুফা টাকা দিতে অস্বীকার করলে সে মারধর করে নাতনিসহ স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন। এরপর থেকে নিলুফা পিত্রালয়ে বসবাস করে আসিতেছে।
এ সময় স্বামী আব্দুল কাদের মোবাইলে তাকে তালাক দেওয়ার হুমকি, বাড়িতে গেলে হত্যার হুমকিÍনানা ভয়ভীতি দেখাতে থাকে। স্থানীয়ভাবে একাধিক শালিস হলেও সমাধান হয়নি। পরে নিলুফা আদালতে একটি মামলা দায়ের করেন।