চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় শক্রুর দেওয়া আগুনে পুড়ে ছয় ছাগলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। উপজেলার মাশিলা গ্রামে আশারত আলীর বাড়িতে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আশারত আলী বলেন,আমার আপন ভাই বাদশার সাথে আমার দীর্ঘদিন যাবৎ জমাজমি নিয়ে মামলা মোকদ্দমা চলছে। আমার সন্দেহ হচ্ছে মঙ্গলবার রাতে সে আমার বসত ঘরে ও ছাগলের ঘরে আগন লাগিয়ে দিয়েছে। এতে আমার বসবাসের ঘর সম্পূর্ণ পুড়ে গেছে এছাড়া ছয়টি হরিয়ানা জাতের ছাগলও পুড়ে মারা গেছে । আগুনে অন্তত আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা ফায়ার সার্ভিসের লিডার শেখ আবু জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অতি দ্রুত আমরা আগুন নিভাতে সক্ষম হয়েছি।