চট্টগ্রামে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকশ শ্রমিক। গতকাল শনিবার দুপুরে নগরীর ইপিজেড মোড়ে রাস্তার দুপাশে প্রায়ই আধাঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে নগরীর গুরুত্বপূর্ণ ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।

চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, এক্সেস শিওর নামে একটি কারখানার প্রায় ৪০ শ্রমিককে ছাঁটাই করা হয়েছিল। এর প্রতিবাদে প্রায় ২০০-২৫০ শ্রমিক সকাল থেকে কারখানার সামনে বিক্ষোভ করছিল। দুপুর ২ টার দিকে তারা ইপিজেড মোড়ে এসে সড়কে অবস্থান নেয়। তিনি বলেন, বিক্ষোভকারীরা ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করেছে।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সোলাইমান জানান, এক্সেল শো নামে একটি প্রতিষ্ঠান তাদের ৪০ শ্রমিককে চাকরি থেকে অব্যহতি দিয়েছেন। মালিকপক্ষের অভিযোগ, ওই শ্রমিকরা অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। প্রতিষ্ঠানের কাজ ভালোভাবে পালন করতেন না। কেউ কিছু বললে উলটো দুর্ব্যবহার করতেন। তাদের সকল পাওনা মিটিয়ে তাদের বের করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে ওই শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।

“২০ মিনিটের মতো শ্রমিকরা রাস্তায় ছিলেন। পরে আইনশৃঙ্খলা সদস্যরা গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। আশ্বাস পেয়ে তারা রাস্তা ছাড়েন। এ বিষয়ে আমরা ওই প্রতিষ্ঠানের মালিকপক্ষের সঙ্গে কথা বলছি। দ্রুতই এর একটি সমাধান হবে বলে আশা করছি।”- বলেন পুলিশের এ কর্মকর্তা। এ বিষয়ে জানতে চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুস সোবহানকে কল করা হলে তিনি রিসিভ করেননি।